শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুরে পোষা মুরগীকে ধর্ষণের অভিযোগে তোলপাড়: অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে প্রশাসন গোবিন্দগঞ্জে পুকুর খনন কালে একটি পুরাতন কালো মূর্তি উদ্ধার মেহেরপুরে বায়তুল নূর জামে মসজিদের দান বাক্সের টাকা চুরি- রুবেল আটক যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল সৎ পিতা, উঠে এল স্ত্রীর আসনে! কুড়িগ্রামের নদী থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন জাতের দেশীয় মাছ ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ। ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন র‍্যাবের অভিযানে অটো চালক হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার-৪

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগেশ্বরীতে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

হাফেজ মোঃ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা উত্তর শাখার উদ্যোগে নাগেশ্বরীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতাধিক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিণত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা উত্তর শাখার সভাপতি, শ্রমিক নেতা জি এম এম আনছার আলী রয়েল বক্তব্য রাখেন। তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস বহন করে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।”

২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ হারিসুল বারি রনি বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান বক্তব্য রাখেন। তিনি বলেন, “যদি বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ নিয়ে কেউ আন্তরিকভাবে ভাবেন, তবে তিনি হলেন পীর সাহেব চরমোনাই। ২০২৪ সালের অভ্যুত্থানে তিনি ভূমিকা রাখলেও, অনেকে ওনাকে ‘মাইনাস’ করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, পীর সাহেব চরমোনাইকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। তাকে বাদ দিলে দেশের প্রতিটি গ্রামে, মহল্লায় প্রতিরোধের দুর্গ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার ইসলামী আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত