বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র একটি নির্মাণাধীন সড়কের কাজের গুণগত মান পরীক্ষা করেছে দুদক টীম। মঙ্গলবার(২৯এপ্রিল) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নে নির্মাণাধীন পূর্ব চর কাদিরার আয়ুব আলী সড়কের কাজের গুণগত মান পরীক্ষা করেন তারা। কাজটি বাস্তবায়ন করছে মের্সাস শাহনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
অভিযানকালে দুদকের টেকনিক্যাল টীমসহ অভিযানিক টীম সঙ্গে ছিল।
কাজের অনিয়মের বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজটি পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করা হয়।
দুদকের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.আজগর হোসেন জানান, পরিদর্শনে পাকা সড়কে নিম্মমানের ইটের কনা বা খোয়া পাওয়া গেছে। তবে এইজিইডি অফিসের অন্যান্য কাজের ধরন, বরাদ্দ ও কাজের গুনগন মান যাচাই করে কোন অনিয়ম আপাতত পাওয়া যায়নি।
এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ফরহাদ মিয়া জানান, দুদকের টেকনিক্যাল টীমের কোন সুপারিশ থাকলে আমরা কাজটি সংশোধন করে নিবো। কারণ কাজটি এখনো চলমান রয়েছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো. আব্দুল কাদের মোজাহিদ বলেন, উপজেলা প্রকৌলশী হিসেবে নতুন যোগদান করেছি দুদকের অভিযান বিষয়ে খোঁজ নিয়ে জানাবো।