বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে ফের গোলাগুলি: টানা পাঁচ রাত উত্তেজনা

 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতভর এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচ রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ চলছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মিরে এলওসি বরাবর পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির কোনো সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের বিপরীত দিকে ছোট অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনারা গুলি ছোড়ে। পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে ভারতীয় সেনারা “সংযত এবং কার্যকর প্রতিক্রিয়া” জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভারতীয় সেনা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে এলওসি-র বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই ভারতীয় বাহিনী নিয়ন্ত্রিত ও পরিমিত জবাব দিয়েছে। এ পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, কাশ্মির অঞ্চলে এই টানা গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল, যখন পুরো অঞ্চল এখনও কদিন আগের ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ কাটিয়ে উঠতে পারেনি। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি ছিল কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

কাশ্মিরের সীমান্ত পরিস্থিতি নিয়ে এখন ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই গোলাগুলি চলমান থাকে, তাহলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত