শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত নওগাঁসহ সারাদেশে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

কেন্দ্রীয় নেত্রীসহ ‘অপারেশন ডেভিল হান্টে’ কুড়িগ্রামে গ্রেফতার ১৮

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ১৮ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।

তিনি বলেন, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুড়িগ্রাম সদর পাচগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য নুর হোসেন (৩৩), সাইদুর রহমান (৫২), ভোগডাঙ্গা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলজার জোসেন (৭২), রাজারহাট উপজেলার ছাত্রলীগের সদস্য জিয়ারত ইসলাম (২৭), রাজারহাট উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ (৪০), নাগেশ্বরী উপজেলা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮), নাগেশ্বরী পৌর শাখা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান লাল (৪৫), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৬), ফুলবাড়ী বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম (৪০), ভূরুঙ্গামারী ৭ নম্বর আন্ধারীঝার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আক্তার হোসেন, ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম (২৮), চিলমারী রমনা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মিজানুর রহমান ওরফে মুকুল (৫৩), চিলমারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. আব্দুল জলিল (৬৪), ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল হাকিম উদ্দিন (৫৫), কচাকাটা বল্লবেরখাস ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মিঠুন (২৮) ও উলিপুর ধামশ্রেনী ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব সেলিম সরদার দিপু (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ আলমগীর হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীসহ মোট ১৮ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ সোমবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আলমগীর বলেন, এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত