সোমবার, ১২ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে দুই জনের মৃত্যু ভূরুঙ্গামারীতে বজ্রপাতে একই পরিবারের ৬ জন আহত ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের অধিবেশন ও কমিটি ঘোষণা কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের দাবিতে উলিপুরে বিক্ষোভ সমাবেশ নবাবগঞ্জে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন পারভেজ সরকারি সহায়তা পেলে আবারও চালু হবে কার্যক্রম রাজশাহীর আলোকিত হত্যা মামলার আসামি কক্সবাজারে আটক ৫। দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই।

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার – জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। এ ঘটনা প্রতিষ্ঠানজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। সম্প্রতি এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাকে ঘেরাও করে এবং পরে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত