সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু নবাবগঞ্জে মাদক বিরোধী র্য্যালি ও এ্যাডভোকেসি ক্যাম্পেইন কুড়িগ্রামের রৌমারীতে টাকা গুনে ঘুষ নেয়া তসিলদারের ভিডিও ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট  নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দামুড়হুদা সদরের তেল পাম্প মালিক শাহজাহান আলী গ্রেফতার। সীমান্ত হতে ০১ জন আসামীসহ ০২ কেজি ভারতীয় হেরোইন ও মোটরসাইকেল আটক বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল মহেশখালী সমলয় শস্য প্রদর্শনী, কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়েছে স্ত্রী , স্বামী ও তিন সন্তানের জীবনে নেমে এসেছে অন্ধকার

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার -জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পরকীয়ার জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জানা যায়, হেকমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী মিনা বেগম পরকীয়া প্রেমের টানে তিনটি সন্তান ও স্বামীকে ফেলে ঘর ছেড়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল স্বামীর বোনজামাই বাগেরহাট জেলার লোকমান মোল্লার ছেলে আরিফ মোল্লার। ২০২৫ সালের ২৭ এপ্রিল রবিবার,স্বামী বাড়িতে না থাকার সুযোগে মিনা ও আরিফ একত্রে বাড়ি থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পরে পাটগাতী বাজারে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করে উভয় পরিবারের কাছে খবর পাঠান। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের আত্মীয়রা এসে তাদের উদ্ধার করে।

ঘটনার পর মিনাকে তার পিত্রালয়ের লোকজন নিয়ে যায়। এ বিষয়ে মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, “আমি সামাজিকভাবে চরম অপমানিত ও ভেঙে পড়েছি। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ আমি দিশেহারা। এই ঘটনার পর আমি আর আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবো না।” তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ আইনি সমাধানের দাবি জানান।

এদিকে এলাকাবাসী মা হারা তিনটি শিশুর মানবেতর জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন নৈতিক অবক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত