সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
হাসানাত আবদুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : শেখ মাহবুবুর রহমান ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে দুই জনের মৃত্যু ভূরুঙ্গামারীতে বজ্রপাতে একই পরিবারের ৬ জন আহত ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের অধিবেশন ও কমিটি ঘোষণা কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের দাবিতে উলিপুরে বিক্ষোভ সমাবেশ নবাবগঞ্জে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন পারভেজ সরকারি সহায়তা পেলে আবারও চালু হবে কার্যক্রম রাজশাহীর আলোকিত হত্যা মামলার আসামি কক্সবাজারে আটক ৫।

ছেলের বউয়ের কাছে গয়না-টাকা জমা দিয়ে আত্মহত্যা শ্বাশুড়ির

 

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলাপ্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের পূর্ব গিলাশ্বহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন (৫৫) ওই গ্রামের অটোচালক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমেনা। রোববার ভোরে স্বামী অটোরিকশা নিয়ে বাইরে চলে যান। এসময় নিজের গয়না ও কিছু টাকা ছেলের বউয়ের কাছে রেখে বাইরে বেড়াতে যাবেন বলে জানান আমেনা। পরে নিজের ঘরে গিয়ে বাঁশের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তারা আরও জানায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে মান অভিমানে মানসিক চাপে বিকারগ্রস্ত ছিলেন আমেনা। হয়তো এ কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিক আলামত দেখে বুঝা যায় এটি একটি আত্মহত্যা। পারিবারিক মান অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল কে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত