শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ। গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম

জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে মহান মে দিবস পালিত

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকাল দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‌্যালিটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়,এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, শ্রমজীবী মানুষদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা।
শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত