বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাত্র ১০ থেকে ২০ টাকায় মামলা নিষ্পত্তি হয় যে আদালতে ! শেরপুরে বিদেশী মদ,পিকআপ সহ দুই মাদক কারবারি গ্রেফতার শেরপুরের ঝিনাইগাতীতে মদ সহ দুই মাদক কারবারি গ্রেফতার দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ সহায়তার ব্যাপারে সমঝোতা স্বাক্ষর ঠাকুরগাঁওয়ে গরুর লাম্পি ভাইরাস, ক্ষতিগ্রস্ত খামারিরা । দামুড়হুদায় সমবায় নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। দের ঘন্টার ব্যবধানে শেরপুরে হাতীর আক্রমণে দুই জনের মৃত্যু! রংপুরে টিআরসি পরীক্ষায় ডিভাইস ব্যবহার পরীক্ষার্থীসহ আটক-২ গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২ হ্যাকার আটক করে জেল হাজতে প্রেরণ ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে কাঞ্চন পৌর যুবদলের প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে কৃষকের উৎপাদিত আলু ২ মাস পার না হতেই পচন ধরে ফেলে দেয়া হচ্ছে আলু !

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

সংরক্ষণ করতে না পারায় কৃষকের উৎপাদিত পচন ধরা আলু বস্তায় বস্তায় পুকুরে-ডোবায় ও পাকা সড়কের ২ পাশে ফেলে দিচ্ছেন আলুচাষিরা। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় দুশ্চিন্তায় এখন ঠাকুরগাঁও জেলার কৃষকরা। এ অবস্থায় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ না পাওয়ার অভিযোগ তাদের। উৎপাদনের শুরুর দিকে কৃষকরা কিছু আলু বিক্রি করতে পারলেও হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় সংরক্ষণ নিয়ে পড়েন বিপাকে। ঠাকুরগাঁও জেলা সদরের ঢোলারহাট, আঁকচা ও নারগুন সহ বেশকয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রান্তিক কৃষকরা উৎপাদন খরচ তুলতে বাড়তি কিংবা আশপাশে সেড নির্মাণ করে সংরক্ষণ করেন আলু। তবে ২ মাস পার না হতেই পচন ধরে সেই আলুতে। এ অবস্থায় দুশ্চিন্তায় পরেন কৃষক।
কৃষকদের অভিযোগ কৃষি বিভাগ কোন উদ্যোগ নেয়নি সংরক্ষণে। তাই উপায় না পেয়ে কৃষকরা এখন দিশেহারা। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, পরামর্শ দিয়ে কৃষকের পাশে রয়েছেন তারা। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমে ২৭ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বিপরীতে সাড়ে ৮ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।
আর ঠাকুরগাঁও জেলায় হিমাগারের সংখ্যা ১৭টি। এসব হিমাগারের ধারণ ক্ষমতা দেড় লাখ মেট্রিকটন।
আলু ব্যবসায়ী মোরশেদ আলম, আবু রায়হান সহ অনেক ব্যবসায়ী বলেন, কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণে বা সরকারের পক্ষ থেকে রপ্তানিতে ভূমিকা না রাখার কারণেই এমন অবস্থার সৃস্টি হয়েছে। তবে আগামীতে এমন পরিস্থিতি নিরসনে কার্যত পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, কৃষক লাভের আশায় অতিরিক্ত আলু আবাদ করেছে।
অনেকে স্টোরেজে জায়গা পায়নি, যার কারণে আলু নষ্ট হচ্ছে। এরপরেও আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত