মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সীমান্তবর্তী শেরপুরে হাতীর আক্রমণে যুবকের মৃত্যু ভালুকার মল্লিকবাড়ী বটগাছের ছায়াতলে নরসুন্দরদের হাট রংপুরে অটো চালক শাওন হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন।। দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড মেহেরপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু !

দিনাজপুর বাংলা স্কুল শিক্ষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর আয়োজনে স্কুলের হল রুমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যলোচনা এবং শিক্ষকদের সাথে মত বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর ম্যানেজিং কমিটির সভাপতি উপ-সচিব মোঃ রিয়াজ উদ্দিন। শিক্ষার গুণগত মান উন্নয়ন গুণগত মান উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙ্গাঁ, মো রিয়াজ উদ্দিন, শাহ আলম, সুর্বণা দাস। প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মোঃ রিয়াজ উদ্দিন বলেন, বিদ্যালয়ের উন্নয়নের প্রধান শর্তই হলো ভালো ফলাফল। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রতিটি শিক্ষক ৩/৪জন ছাত্র নিয়ে বাসায় ও স্কুলে পড়াশুনার ব্যাপারে মনিটরিং করতে হবে। স্কুলে ছাত্রদের পাঠ দানের পাশাপাশি সার্বক্ষনিক তদারকি করতে হবে। প্রধান অতিথি মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর অবকাঠামো, শিক্ষদের আন্তরিকতা এবং শৃঙ্খলা বিষয় তিনি প্রশংসা করতে গিয়ে বলেন, একজন ছাত্রের শিক্ষার গুণগত মান উন্নয়নে স্কুলে শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরী। প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, শিক্ষক-ছাত্র এবং অভিভাবকদের সমন্বয় হলে ফলাফল ভালো হবে। ইতি পূর্বে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে স্কুলে বিশেষ কোচিং এবং ছাত্রদের বাসায় বাসায় গিয়ে পড়াশোনার বিষয় তদারকী করেছি। যার কারণে আমাদের স্কুলের ফলাফল পূর্বের চেয়ে অনেক ভালো।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত