শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ। ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন র‍্যাবের অভিযানে অটো চালক হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার-৪ নবাবগঞ্জে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ। গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন

নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা ।

এসময় সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেফালি,শিহাব,হাবিবুর রহমান,সানজিদা এবং আরফান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পার্শ্ববর্তী ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক,কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ার তমির উদ্দিনের ছেলে আইনুল হক খোকন এবং আবু বক্কর সিদ্দিকি প্রায় ১ বছর যাবৎ বিভিন্নভাবে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।

এতে করে প্রায় ৩৫ টি পরিবারের লোকজন,স্থানীয় পথচারী,মসজিদের মুসল্লি,শিক্ষার্থী এবং কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের মধ্যে দুটি পরিবারের লোকজন একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছেন না ।

এর থেকে পরিত্রাণ পেতে এ মানববন্ধনের আয়োজন করেন তারা। অতিদ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় এলাকাবাসী।

অপরদিকে প্রতিপক্ষের মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
নওগাঁ #

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত