সোমবার, ১৯ মে ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মশালার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ কোনো প্রতিশ্রুতিই আর বিশ্বাস করে না । পাঁচবিবির আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান, দিনাজপুরে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে বিরল ইউএনও নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিয় শিক্ষা পদক ও মা সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বুড়িচংয়ের ইউপি চেয়ারম্যান সাহেব আলী গ্রেপ্তার ঢাকা-জাপান ফ্লাইট সাময়িকভাবে স্থগিত, যাত্রীদের জন্য অর্থ ফেরতের ঘোষণা বোয়ালমারীর ময়না ইউনিয়নের বিলস্রারাইল গ্রামের জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ নবাবগঞ্জে আদিবাসীর জমি দখলের ঘটনায় আদালতে মামলা

নওগাঁর শাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত

 

উজ্জ্বল কুমার সরকার
জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর শাপাহার ও মহাদেবপুর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ২ জন আহত হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে সাপাহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক ২ জন আহত ও মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলের নিহত ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে নিহত আতোয়ার হোসেন (৪৫)।

স্থানীয় ও সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ এবং তার আরও দুই বন্ধু মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে। জবই বিল যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ফরহাদ মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত এবং শিশির আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় উপজেলার নাটশাল নবীনগর মাদরাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ উদ্ধার হস্তান্তর করা হবে।
নওগাঁ #

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত