মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
রোকনুজ্জামান,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে।
শুক্রবার (০২ মে) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ ডাক বাংলা চত্বরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনপুর্বক একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ডাকবাংলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লন্ডন থেকে ভারচুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাজ্জাদ আল মামুন,ছাত্র দলের আহবায়ক মোঃ মুক্তাদির হোসেন বকুল,সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নবাবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম খাজা, সাংগাঠনিক সম্পাদক শ্রী স্বপন কুমারসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন। সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।