বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে চলমান সড়ক দুর্ঘটনার ধারাবাহিকতা, আবারও প্রশ্ন সড়ক নিরাপত্তা নিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছেই। সেই উদ্বেগের তালিকায় এবার যুক্ত হলো ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের জোয়াইরের মোড়। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
ঘটনার সূত্রপাত গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসা একটি লোকাল বাসের ব্রেক ফেল করার মধ্য দিয়ে। শরিফ জুটমিলের সামনে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
দ্রুতই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি টিম এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহতদের অধিকাংশই হাড়ভাঙা ও মাথায় আঘাতজনিত সমস্যায় ভুগছেন।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো সড়ক অব্যবস্থাপনা, রুট পারমিট না মেনে চালানো বাস এবং দুর্বল গাড়ি ফিটনেস দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।