শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত নওগাঁসহ সারাদেশে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

ভূরুঙ্গামারীতে দারুল ইহসানের তৃতীয় জামাতের কুরআন সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার (দৈনিক সরেজমিন):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহসান মাদরাসা-তে তৃতীয় জামাতের কুরআন সবক প্রদান অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় ওলামায়ে কেরাম।

অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরামগণ বলেন,
“পবিত্র কুরআনের শিক্ষাই আমাদের জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। যারা এই শিক্ষায় দক্ষ হবে, তারা শুধু নিজেদের জীবন নয়, পুরো সমাজকেও আলোকিত করবে।”

“বর্তমান প্রজন্ম যদি কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তবে তারা নৈতিকতা, আচার-ব্যবহার ও আত্ম-উন্নয়নের এক অনন্য উদাহরণ স্থাপন করবে।”

তৃতীয় জামাতের শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান করেন হিফজ বিভাগের শিক্ষক হাফেজ হাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“কুরআন শুধু মুখস্থ করার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে।”

অনুষ্ঠানের শেষাংশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার পরিচালক হাফেজ মোঃ রমজানুল হক চঞ্চল। মোনাজাতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদরাসার উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অভিভাবক কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম

পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ছিল। উপস্থিত সবাই অনুষ্ঠানটির প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের প্রতি দারুল ইহসানের এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত