বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির ঘোষিত সমাবেশ শুক্রবার বায়তুল মোকাররমে সিংড়ায় ধানবোঝাই ট্রাকে চাঁদাবাজি : সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে আটক বিএনপি নেতা জয়নালসহ তিনজন গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম কক্সবাজার টেকনাফ শিশু ধর্ষণে অভিযুক্ত আসামী আটক। র‌্যাব-১৩’র অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার-গ্রেফতার-১ কমলনগর(এলজিইডি)অফিসে দুদকের অভিযান নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা

ময়মনসিংহে বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচারে হতাশ ময়মনসিংহবাসী

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে অনিয়ম হওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলমকে অভিযুক্ত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশে হতাশ হয়েছেন ময়মনসিংহের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সূত্রমতে এদিন ময়মনসিংহ জেলা প্রশাসকের হলরুমে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ না হওয়ায় অনুষ্ঠানটি এক ঘণ্টা পিছিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ কিছু গণমাধ্যমকর্মী ও পিআইডির অতিথিরা। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার আগে ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের প্ররোচনায় জেলা প্রশাসকের অনুপস্থিতিতেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ সেখানে উপস্থিত না হয়ে রাস্তায় চেক বিতরণ করেন। ডিসির অনুপস্থিতিতে রাস্তায় চেক বিতরণ করিয়ে তারাই আবার ডিসির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঘটনাটিকে একটি ষড়যন্ত্র বলেই মনে করছে বিভিন্ন সামাজিক মহল।

এদিকে ময়মনসিংহের মানবিক ও জনবান্ধব জেলা প্রশাসক মুফিদুল আলমের বিরুদ্ধে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে ডিসিকে জড়িয়ে অনিয়মের মিথ্যা গুজবটিকে মিথ্যা এবং বানোয়াট বলে দাবী এই ঘটনার তীব্র নিন্দা ক্ষোভের সৃষ্টিও হয়েছে বিভিন্ন মহলে।

এ বিষয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, অনুষ্ঠানটির জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু, সঠিক সময়ে মিটিং শেষ না হওয়ায় কিছুটা বিলম্ব হওয়ার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, তার রুমে অতিথি ও সাংবাদিকরা অপেক্ষা করছিলেন, তবে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তারা না জানিয়ে রাস্তায় চেক বিতরণ করেন, যা তার প্রতি মিথ্যা অভিযোগের জন্ম দেয়। জেলা প্রশাসক বিষয়টি একেবারেই ভুল বুঝাবুঝি হিসেবে চিহ্নিত করে বলছেন,এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।

এই ঘটনার পর কিছু গণমাধ্যমে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করা হয়। জেলা প্রশাসক বলেন, এটি একটি পরিকল্পিত আক্রমণ, যার মাধ্যমে তাকে বিতর্কিত করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের আন্দোলন চলমান রয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক তাই তার মাধ্যমে প্রেসক্লাব সংস্কার কমিটির সাংবাদিকরা সদস্যরা সুরহা করার দাবী জানিয়েছেন । প্রেসক্লাবের নির্বাচন ছাড়াই অনির্বাচিত কমিটি তাদের কার্যক্রম স্বার্থ হাসিল করতে কিছুদিন যাবত কৌশলী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের আত্মীয় স্বজন ও মতাদর্শ ঘরনার সদস্যদের বারবার আর্থিক অনুদান প্রদান করার বিতর্কও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত