বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের ভবিষ্যত ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় মাদকের বিরুদ্ধে এক অভাবনীয় অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মাদক সেবনের অভিযোগে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কারাদেশ অনুযায়ী, তারা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ কিংবা আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
এই সিদ্ধান্ত আসে বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভা থেকে, যা সোমবার রাতে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. (নাম উল্লেখযোগ্য হলে) বলেন, “আমরা শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে, যা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।”
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মনে করেন, কুবির এই কঠোর পদক্ষেপ ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরি করবে। তারা বলেন, “যারা মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন ইতোমধ্যে মাদকবিরোধী কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, শাস্তির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং নৈতিক শিক্ষার ওপরও জোর দিতে হবে, যাতে তারা বিপথে না যায়।