বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব শাহজাহান মিঞা, এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হাফিজুর রহমান।
🔹 সহ-সভাপতি:
নতুন কমিটি ঘোষণার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার সবুজগাড়া এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এডভোকেট এম. হাসিবুর রহমান।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিমালার আলোকে আগামী দুই বছর সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা দলীয় কাঠামোকে সুসংহত করে সামাজিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ নতুন কমিটির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।