বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে আগামী শুক্রবার (২ মে) বিকেল ৩টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে একটি গণসমাবেশের আয়োজন করবে তারা। সমাবেশটির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে: আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল, দলটির সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান।
এই কর্মসূচি আয়োজন করছে এনসিপির ঢাকা মহানগর শাখা। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার কর্মী-সমর্থক অংশ নেবেন। এরই মধ্যে রাজধানী ও আশপাশের জেলা থেকে কর্মীদের সমাবেশে যোগ দিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলটির নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের জনগণ আজ গণতন্ত্র, ন্যায্যতা ও নৈতিক নেতৃত্বের জন্য অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বারবার অবমূল্যায়ন করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে জাতিকে জাগিয়ে তুলতে চাই।”
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বায়তুল মোকাররমের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। এই দিনে এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।