বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর ২ মাস না যেতেই ফের ভষ্মিভূত ১২টি কক্ষ

আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর ২ মাস না যেতেই ফের ভষ্মিভূত ১২টি কক্ষ
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি।

 

গাজীপুরের শ্রীপুরে আগুনে এক আওয়ামীলীগ নেতার স্ত্রী মৃত্যুর ২মাসের মাথায় ফের তাঁরই ভাড়া দেওয়া বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি মুদি দোকানসহ পুড়ে গেছে ১২টি কক্ষ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড গ্ৰামের ভাড়া দেওয়া বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হাশেম প্রধান পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের আব্দুল গফুর প্রধানের ছেলে। তিনি পৌর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক। কেওয়া গ্রামে ভাড়া দেওয়া বাড়িটির প্রতিটি কক্ষে শ্রমিকরা ভাড়ায় থাকতেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় মো. ফাহাদ বলেন,’ গভীর রাতে ওই বাড়িটির একটি কক্ষে আগুন দেখা যায়। খুব দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশে ছড়াতে থাকে। স্থানীয় লোকজন আগুন নেভাতে কাজ শুরু করে। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর আগেই পুড়ে গেছে ১২টি কক্ষ।’

ফাহাদ আরও বলেন, গেটের বাইর থেকে আটকানো ছিল এবং পূর্ব শত্রুতা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে আমাদের ধারণা । আগুনে ঘরের পাশে থাকা একটি মুদি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আহত হয়েছেন ৪ জন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে ভুক্তভোগীর মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর আবুল কালাম আজাদ বলেন, রাত পৌনে ৩টার দিকে ওই এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মাওনা ফায়ার সার্ভিসের ২ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের ২০ তারিখে আবুল হাশেম প্রধানের থাকার ঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যান তাঁর স্ত্রী শামসুনাহার। আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শিশুপুত্র সানোয়ার প্রধান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত