শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
কামরুল ইসলাম:
গত দিন গুলোতে চলে বলে কৌশলে অযোগ্য বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়েছেন রাতের আন্ধারে। তাই নেতৃত্বে আসতে পারেনি কোন যোগ্য প্রার্থী। মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থীদের যোগ্যতার প্রয়োজন হয়নি। খুনি পেশিবাদি নরপিশাচ হাসিনা সরকারের ধুসর হলে হয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাড়িতে পান মিষ্টি এবং কালো টাকা পাঠানো হলে সে হয়েছে চেয়ারম্যান, মেম্বার। ৫ঐ আগষ্টে পেশিবাদি নরপিশাচ খুনি হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের পেক্ষাপট পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে এইবার যোগ্য লোক এমপি, চেয়ারম্যান, মেম্বার পদে নির্বাচন করবেন যোগ্য প্রার্থীরা কেননা এইবার নির্বাচন হবে পরিচন্ন আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী বেছে নিব তার ঐ পরিপেক্ষিতে আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে জনগণের দাবী ১নং ওয়ার্ডের মতিউল্লা মহাজন পাড়া নিবাসী মৃত্যু মাষ্টার হারুনর রশীদ চৌধুরীর ছোট সন্তান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা ইসলামী দিশারী সংঘের সাবেক সভাপতি জনাব কাওছার আলম চৌধুরী কে ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ইসলাম প্রিয় তৌহিদী জনতা । অন্যদিকে ২নং ওয়ার্ডের জনসাধারণের বক্তব্যে যানাযায় এইবারের ইউনিয়ন নির্বাচনে আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাউজন্যা পাড়া নিবাসী মৃত্যু আবদুল আলমের ছোট ছেলে আর্মি এরশাদের ছোট ভাই ইসলামি দিশারী সংঘের সাবেক সভাপতি মাওলানা মিজান আলিমকে ২নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ইসলাম প্রিয় তৌহিদী জনতা । আমিরাবাদ ৩ নং ওয়ার্ডের সৈয়দ পাড়া নিবাসী ডাক্তার জেয়াবুল হোসেনের সুযোগ্য সন্তান ইসলামি দিশারী সংঘের সাবেক সভাপতি ইসলাম প্রিয় তৌহিদি জনতার প্রাণ পিয় নেতা তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জনাব মোজাম্মেল হোসেন কে তিন নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ইসলাম প্রিয় তৌহিদী জনতা।