শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম, কক্সবাজার।
ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে ঈদগাঁওতে আজ বৃহস্পতিবার (২২ মে) মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখা সকালে এ কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাজারের শাপলা চত্বর থেকে রেলিটি শুরু প্রধান সড়ক হয়ে বাস স্টেশন প্রদক্ষিণ করে।
দাবি গুলির মধ্যে ছিল ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নেয়া ও প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ করা ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।
সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু এবং সাধারণ সম্পাদক রফিকুর রহমান রেলিতে নেতৃত্ব দেন। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার এহসানুল হক, ডাক্তার বজলুর রহিম (সাহেদ), সহ- সেক্রেটারি হুমায়ুন কবির ও ছালামত উল্লাহ (রাজন), সদস্য ডাক্তার সঞ্জিৎ দাস ও ডাক্তার আব্দুর রশিদ।
উপস্থিত ছিলেন ডাক্তার আলহাজ্ব সিরাজুল মোস্তফা নুরী, নুরুল হুদা, শাহাব উদ্দিন, নুরুল ইসলাম, পীযূষ পাল, অজিত দে, তারেকুল ইসলাম সোহেল, বাবুল রুদ্র, বিশ্বজিৎ চৌধুরী, হাবিবুর রহমান (হাবিব), নজরুল ইসলাম, রিপু রুদ্র, মোহাম্মদ আলম, শাহীন, সোহাইল উদ্দিন সহ কমিটির অন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বাস স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডাক্তার এহসানুল হক ও ডাক্তার সঞ্জিৎ দাস।
সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু।
আয়োজকরা কেন্দ্র ঘোষিত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।