শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুরে পোষা মুরগীকে ধর্ষণের অভিযোগে তোলপাড়: অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে প্রশাসন গোবিন্দগঞ্জে পুকুর খনন কালে একটি পুরাতন কালো মূর্তি উদ্ধার মেহেরপুরে বায়তুল নূর জামে মসজিদের দান বাক্সের টাকা চুরি- রুবেল আটক যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল সৎ পিতা, উঠে এল স্ত্রীর আসনে! কুড়িগ্রামের নদী থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন জাতের দেশীয় মাছ ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ। ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন র‍্যাবের অভিযানে অটো চালক হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার-৪

ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

 

মোঃ রেজাউল করিম, কক্সবাজার।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঈদগাঁওতে সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশের দারুল ফাতাহ একাডেমী প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়। যা বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে। পরে বাস স্টেশন এলাকা প্রদক্ষিণ করে ট্রাফিক পুলিশ বক্স প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শাহজাহানের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের উপদেষ্টা চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণের আরেক উপদেষ্টা মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি লাইক ইবনে ফাজেল, শ্রমিক কল্যাণ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন ও জালালাবাদ ইউনিয়ন জামায়াত নেতা কামরুল হাসান বায়েজীদ।

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জয়নাল আবেদীন, ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আলী হোসাইন জিসান, শ্রমিক কল্যাণ দর্জি শাখার সেক্রেটারি সেলিম আহমদ সহ অন্য নেতৃবৃন্দ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণের দায়িত্বশীল হাফেজ মাওলানা নাসির উদ্দিন।

বক্তারা বলেন, ইসলামে শ্রমের মর্যাদা অত্যন্ত বেশি। মেহেনতি শ্রমিক জনতাকে আল্লাহ তায়ালা অত্যন্ত ভালোবাসেন। তিনি তাদের মর্যাদা ও অধিকার কে সমুন্নত করেছেন। ইসলাম যেভাবে শ্রমিকদের মূল্যায়ন করে তা অন্য কোথাও পাওয়া যায় না।
আলোচকদের মতে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য্য হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত