বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১ জন । নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিরসঙ্গে ডাসকোর মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত বাকশীমুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা: সভাপতি জসিমউদ্দীন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ নওগাঁয় বাল্যবিবাহ ও প্রতারণা বিশারদ কাজী বেলাল, ভাঙছে শত শত পরিবার মেহেরপুরে বিএনপির কমিটি গঠনে কোন্দল গড়ালো আদালতে মামলায়  অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, উপাচার্যের ওপর হামলা কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা মনিবুল হক বসুনিয়াকে কর্মস্থানে পুনর্বহালের দাবিতে রাজারহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাভারের আ.লীগ নেতার সাথে এক ব্যবসায়ী এর ছবি এডিট করে অপপ্রচার- নুরুজ্জামান প্রতিবাদ

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ পদে পদে ব্যর্থ!

 

মোঃ রেজাউল করিম, কক্সবাজার।

নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার।
অথচ প্রতিবছর সরকার এ বাজার থেকে আয় করছেন কোটি কোটি টাকার রাজস্ব। সরকারি উদ্যোগে বিগত কয়েক যুগেও এ বাজারের দৃশ্যমান কোন উন্নতি হয়নি। গঠিত হয়নি সরকারি বাজার ব্যবস্থাপনা কমিটি। যার কারণে উপজেলা পরিষদের ওয়ান পার্সেন্টের টাকা থেকেও বঞ্চিত হচ্ছে এ বাজার।

বাজারের সহ-সম্পাদক হাসান তারেক জানান, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ যেহেতু সরকারি বাজার ব্যবস্থাপনা কমিটি নয়, সেহেতু তারা কারো কাছ থেকে কোন ধরনের ফান্ড পাননি। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের তৎকালীন নির্বাহী কর্মকর্তা সহ অনেকের নিকট তারা দৌড়ঝাঁপ করলেও কোন ফান্ড আনতে পারেননি। তবে তাদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার বিভাগের তৎকালীন সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদের মাধ্যমে মাছ বাজারের জন্য একটি ভবনের ব্যবস্থা করতে পেরেছিলেন। যা এখন প্রায় দৃশ্যমান।
তাদের সময়ে বাজারের ড্রেনেজ সিস্টেমের বাস্তবায়নেও তারা ভূমিকা রেখেছেন বলে দাবি করেন হাসান তারেক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফান্ড সংকটের কারণে কয়েকজন প্রহরীকে তারা বিদায় করতে বাধ্য হয়েছেন।

বাজারের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত নুরুল হোসাইন ও বসির জানান, অনেকদিন যাবত তাদের অফিসে আসেন না কর্মকর্তারা। তবে তারা ডিউটির ফাঁকে রেস্ট নিতে এবং হিসাব-নিকাশ সংরক্ষণ করতে মাঝে মধ্যে অফিসে বসেন।

মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন কমিশনার শওকত আলম শওকত জানান, গতবার বাজারের মোট ভোটার ছিল ২০৬৭ জন।

বিশিষ্ট মাল্টিমিডিয়া ব্যবসায়ী নুরুল হুদা জানান, কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়ে গেছে। অটোমেটিক্যালি সেটা বিলুপ্ত। তারা পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নতুন নির্বাচনের মাধ্যমে সক্ষম কমিটি দরকার। যারা ট্রাফিক ও থানা পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে বাজারের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারবেন। তার মতে বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের দেখভাল যারা করতে পারবেন তাদেরকে নির্বাচিত করা উচিত।

হোটেল নিউ স্টারের স্বত্বাধিকারী আরিফুর রহমান জানান, বর্তমানে বাজারটি অভিভাবকহীনতায় ভোগছে। কোথাও কোন নিয়ম-শৃঙ্খলা নেই। যে যার মত ইচ্ছা লুটপাট করছে। আমরা বাজারের বিভিন্ন সেক্টরের প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার নিকট দাখিল করেছিলাম। তবে তিনি তা অনুমোদন করেননি।
আরিফুর জানান, সামান্য বৃষ্টি হলেই কেন্দ্রীয় মসজিদের সামনের সড়কে হাঁটু পানি জমে। এতে মুসল্লীসহ সর্বস্তরের জনসাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বাজারে দীর্ঘদিন শৌচাগার না থাকায় আগত লোকজনকে পথে-ঘাটে পায়খানা প্রস্রাব করতে হয়। এতে বাজারের শ্রীহানি ঘটছে। গঠিত কমিটি নিয়ে উনারা জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট গেলে তিনিও তা নাকচ করে দেন।

এ হোটেল ব্যবসায়ী বলেন, ঢিমে তালে ড্রেন নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের সুষ্ঠু কোন ব্যবস্থা রাখা হয়নি। বৈদ্যুতিক খুঁটি এবং গাছের উপর ড্রেনের ছাদ নির্মাণ করা হয়েছে। ফলে পানি নিষ্কাশন পদে পদে বাধাগ্রস্ত হবে। তেলি পাড়ার সরকারি ব্রিজ সম্পূর্ণ বন্ধ করে দেয়ায় বাজারে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। শাপলা চত্বর সহ যত্রতত্র ভাসমান দোকান বসিয়ে ইজারাদার টু- পাইস কামিয়ে নিচ্ছে। বহিরাগত ও দূরদূরান্তের চালকরা গাড়ি নিয়ে যেমন ইচ্ছে যাত্রী পরিবহন করছে। যানবাহন ব্যবস্থাপনা নীতিমালার কোন তওয়াক্কা করা হচ্ছে না।

বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু জানান, বাজার কমিটি বর্তমানে কার্যকর নয়। তিনি দীর্ঘদিন যাবত অফিসে যান না। ইউএনওর কাছে পদত্যাগ পত্র পেশ করতে গিয়ে জালালাবাদ চেয়ারম্যানের অনুরোধে আর পদত্যাগ করা হয়নি। তিনি বর্তমানে বাজার কমিটির কার্যক্রম চেয়ারম্যান পরিচালনা করছেন বলে জানান।

বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন জানান, বাজারের কমিটির কার্যক্রম সংক্রান্ত প্রকাশিত প্রথম নিউজটি তিনি পড়েছেন।
সেখানে বর্তমান বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।
তিনি প্রহরীদের বেতন- ভাতা বাবদ নিজ থেকে অনেক টাকা খরচ করেছেন বলে জানান। তিনি গত রমজানে পুরো মাস ব্যাপী এক ব্যক্তির বদান্যথায় প্রহরীদের রাত্রিকালীন সেহেরী খাবার এবং ইফতারের করেছিলেন। তিনি আরো জানান, কর্মরত প্রহরীরা মাসের শুরু থেকে বেতন- ভাতা নিতে থাকেন। কারণ তাদের অধিকাংশই অভাবগ্রস্ত। তবে অগ্রিম নেয়া টাকা হিসাব নিকাশের পর সমন্বয় করা হয়।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি জানান, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ বাজারের অবকাঠামগত উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারেনি। বাজারে গণশৌচাগার, যানজট নিরসন, মসজিদের সম্মুখ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি, ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যায় জর্জরিত।
তিনি আরো বলেন, বাজার সংশ্লিষ্ট দুইটি কমিটি অনুমোদন হয়েছে। সরকারি বাজার ব্যবস্থাপনা কমিটির আলোকে এ কমিটি অনুমোদন নেয়া হয়।
এরপরও বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা চাইলে আসন্ন পবিত্র ঈদুল আযহার পরে বসে একটি সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৯ মার্চ বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। ২০২০ এর ১৮ মার্চ এ পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। বহু ঢাকঢোল পিটিয়ে এবং প্রচুর টাকা ব্যয়ে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত