শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে ভিপি নূর কক্সবাজারে পিআইবির তিন দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি ভূরুঙ্গামারীতে হৃদয় ছোঁয়া ঘটনা কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার রূপগঞ্জে মহাসড়ক বন্ধ করে গণধিকার পরিষদের সমাবেশের আয়োজন : ভোগান্তিতে দুরপাল্লার যাত্রীরা জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান । টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি

উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই

 

মাহিদুল ইসলাম ফারহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি সম্ভাবনাময় এলাকা। সঠিক প্রশিক্ষণ ও কর্মপন্থা অনুসরণ করলে এক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। তাই হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে (১৮-২২ মে) ৫ দিনব্যাপী ‘নতুন ব্যবসায় সৃষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে চেম্বারের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি একথা বলেন। প্রধান অতিথি আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জ জেলার অনানুষ্ঠানিক ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারনা দেন। তিনি এ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন ব্যবসা তৈরীতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ওয়েব রাজশাহী’র চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসা. নাজনীন ফাতেমা জিনিয়া, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, সদস্য মানিক আলী, উদ্যোক্তা শারমিন আক্তার, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শামীমা আক্তার ও প্রশিক্ষক আমিনুল ইসলাম।
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শামীমা আক্তার বলেন, শেখার কোন শেষ নেই। ক্রমবর্ধমান বাজারে নিজের পণ্যকে এগিয়ে রাখতে মান উন্নয়ন জরুরী। এসএমই ফাউন্ডেশন এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত