বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, ক্ষুব্ধ মান্না

 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক প্রদান করা হয়। প্রতি বছর এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

একটি ভিডিওতে দেখা যায়, একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আছেন। তবে, তাকে মিলনায়তনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শুক্রবার এক সমাবেশে মান্না বলেন, “আমার জীবনে এত বড় অপমান এর আগে কখনও বোধ করিনি। আমাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে দাওয়াত কার্ড পাঠানো হয়েছিল, কিন্তু কার্ডে উল্লেখ ছিল না ক’টায় প্রবেশ করতে হবে বা ১৫ মিনিট আগে দরজা বন্ধ হবে। সব জায়গায় সাধারণত লেখা থাকে প্রধান অতিথি পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ। আমি সময়মতো পৌঁছালেও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাকে জানান, মূল ফটক বন্ধ হয়ে গেছে, আমি প্রবেশ করতে পারব না।”

তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি যখন সরকার গঠন করেছেন, আমরা তাঁকে সমর্থন করেছি। ভেবেছিলাম, অন্তত তিনি শেখ হাসিনার মতো কাউকে অপমান করে আনন্দ পাবেন না। আমরা একটি পরিশীলিত রাজনীতি দেখতে চেয়েছিলাম।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত