বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক প্রদান করা হয়। প্রতি বছর এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
একটি ভিডিওতে দেখা যায়, একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আছেন। তবে, তাকে মিলনায়তনে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শুক্রবার এক সমাবেশে মান্না বলেন, “আমার জীবনে এত বড় অপমান এর আগে কখনও বোধ করিনি। আমাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে দাওয়াত কার্ড পাঠানো হয়েছিল, কিন্তু কার্ডে উল্লেখ ছিল না ক’টায় প্রবেশ করতে হবে বা ১৫ মিনিট আগে দরজা বন্ধ হবে। সব জায়গায় সাধারণত লেখা থাকে প্রধান অতিথি পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ। আমি সময়মতো পৌঁছালেও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাকে জানান, মূল ফটক বন্ধ হয়ে গেছে, আমি প্রবেশ করতে পারব না।”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি যখন সরকার গঠন করেছেন, আমরা তাঁকে সমর্থন করেছি। ভেবেছিলাম, অন্তত তিনি শেখ হাসিনার মতো কাউকে অপমান করে আনন্দ পাবেন না। আমরা একটি পরিশীলিত রাজনীতি দেখতে চেয়েছিলাম।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।