আবুল হোসেন বাবলুঃ
এসপিজিআরসি রংপুর শাখার সাধারণ সম্পাদক প্রয়াত মরহুম সালাউদ্দিন এর স্বরণে এক স্বরণ সভা, কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত (১৬ মে) শুক্রবার বাদ এশা রংপুর নগরীর আলমনগরস্থ এসপিজিআরসি রংপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন, এসপিজিআরসি রংপুর শাখার শরফুদ্দিন। সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর শাখার অন্যতম সদস্য জামিল খান, এসপিজিআরসি রংপুর শাখার সহ-সভাপতি মাহামুদ আনচারী, আলী আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খুরশিদ আলম মুন্না, যুগ্ম সম্পাদক খুরশীদ আলম, দপ্তর সম্পাদক তৈয়ব হোসেন, সহ-দপ্তর সম্পাদক শমসের আলম সনু, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য জসিম, আউয়াল দাউদ, ফেরদৌস জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মরহুম সালাউদ্দিন এবং এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর পিতা এসপিজিআরসির প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম নাসিম খান, মাতা মরহুমা সাইরুন নেছা, বড় ভাই মরহুম মাহামুদ খান, ছোট ভাই মরহুম বাবু খান ও সহধর্মীনি মরহুমা বেবি রশিদসহ সংগঠনের মরহুম নেতৃবৃন্দ ও সদস্যাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্বরণ সভা শেষে কুলখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুরুন্নবী।###