শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার! আমঝুপী ইউনিয়ন বিএনপি’র অবৈধ সম্মেলনকে ঘিরে দফায় দফায় হামলা-সংঘর্ষ, আহত ১০ শেরপুরে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন আত্রাইয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আ’লীগের ২ নেতা গ্রেফতার ছাত্র-জনতা হত্যা মামলায় উপজেলা মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় কুড়িগ্রামে অ্যাকাডেমিক সুপারভাইজার আটক নালিতাবাড়ীতে র‍্যাবের অভিযানে মদ সহ নাছিরকে গ্রেফতার আত্রাইয়ে তিন দিনেও খোঁজ মেলেনি কাঁচামাল ও কলা ব্যাবসায়ী রুবেলে’র রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ কাভার্ড জব্দ আটক-১

কক্সবাজারে পিআইবির তিন দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

 

মোঃ রেজাউল করিম, কক্সবাজার।

কক্সবাজার জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ আজ জুমাবার ২৩ মে শুরু হয়েছে। শহরের জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মোঃ সালাহউদ্দিন। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ- পিআইবির উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সহায়তায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনীতে স্বাগত বক্তব্য দেন পিআইবির সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধন পর্বে আরো ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার।
প্রথম দিনে সংবাদ ধারণা, সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, সংবাদ মূল্য ও চেতনা, রিপোর্টিং ধারণা ইত্যাদি বিষয়ে রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী।
জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণ শেষে দক্ষ ও অভিজ্ঞ হয়ে অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজ নিজ মাল্টিমিডিয়ায় স্বচ্ছ, পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

সাংবাদিকতায় নৈতিকতা বিষয়ে সারগর্ভ আলোচনা করেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের প্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। তিনি সাংবাদিকতায় সফল ও প্রতিষ্ঠিত হতে নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, সময়ের সাথে খাপ খাওয়ানো, দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণের চিন্তা মাথায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত