বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
কামরুল ইসলাম চট্টগ্রাম জেলা
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে এবং দেশকে ধ্বংস করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে ।
দেশের অবস্থা এখন ভালো না। হাসিনা এবং তার বাহিনী দেশের সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর অর্ধেক টাকা ভারতে। আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে আশ্রয় নিয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলডিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন , ভারত আমাদের দেশের যে ক্ষতি করেছে এ ক্ষতি আর কেউ করে নাই। ভারতের কোনো ক্ষতি আমরা করি নাই। আমরা প্রত্যেকটি দেশের প্রতি শ্রদ্ধাশীল। প্রত্যেককে সম্মান করি আমরা চাই ভারতসহ প্রত্যেকটি দেশ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুক এবং দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখুক।
কর্নেল অলি বলেন, কারো ক্ষতি আমরা চাই না এবং কারো জায়গাও দখল করতে চাই না। ভারতকে বুঝতে হবে আমরা বেইমানের বংশধর না। কারো জায়গা-জমি দখল এটি ইসলাম ধর্মে অনুমতি নেই। আমরা ভারতের জায়গা দখল করবো এটি বিশ্বাস করা কোনো অবস্থাতেই উচিত না ভারতের। সুতরাং আমরা ভারতকে বলবো আমাদের দেশের কোনো কর্মকাণ্ডে নাক ঢুকাবেন না। আমাদের ভাগ্যের উপর ছেড়ে দাও। তোমরা তো করে দেখেছো ফলাফল কি হয়েছে; হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রশাসনে যারা হাসিনার পক্ষে এবং জনগণের বিপক্ষে কাজ করছে তাদের চাকরীচ্যুত করতে হবে।
সম্মেলনে উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রটিক পার্টি(এলডিপি)`র দক্ষিণ জেলার সভাপতি এম.ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমূল,গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, লোহাগাড়া উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী।
লিবারেল ডেমোক্রটিক পার্টি(এলডিপি)`র লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে সম্মেলনে লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর , উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহআলম, লোহাগাড়া সদর সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া,সাধারণ সম্পাদক মোঃ হানিফ ,লোহাগাড়া সদর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মিনহাজ আহমেদ , উপজেলা এলডিপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।