শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত নওগাঁসহ সারাদেশে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

কালিকাপুর বাজারে টিনের বেড়া কেটে হৃদয় বেকারিতে চুরি

 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজারে আমজাদ হোসেনের মালিকানাধীন হৃদয় বেকারি অ্যান্ড কনফেকশনারিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

দোকান মালিক আমজাদ হোসেনের অভিযোগের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫, সারাদিন দোকান খোলা রাখার পর রাত আনুমানিক ৮টার দিকে যথারীতি দোকান তালাবদ্ধ করে বাড়ি চলে যান।

পরদিন, ২৬ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে দোকানে এসে দেখতে পান, দোকানের পিছনের পূর্ব পাশে টিনের বেড়া কাটা এবং ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। দোকানের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত অনুসন্ধান শুরু করেন।

তিনি জানান, দোকান থেকে ৭০ পিস বিভিন্ন কোম্পানির সাবান (মূল্য আনুমানিক ৪,০০০ টাকা), ১৪০ প্যাকেট বাংলা সাবান (মূল্য আনুমানিক ১৪,০০০ টাকা), ৬ কেস স্প্রিড (প্রতি কেসে ২৪টি করে, মোট মূল্য ৩,৮০০ টাকা), ৮,০০০ টাকার বিভিন্ন প্রসাধনী পণ্য এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৬০,০০০ টাকা চুরি হয়েছে।

সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

চুরির ঘটনা জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিন্দা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বাজারে নিরাপত্তার ঘাটতি দীর্ঘদিনের। এ ধরনের চুরি আগেও ঘটেছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় দোকান মালিক আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত