মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজারে আমজাদ হোসেনের মালিকানাধীন হৃদয় বেকারি অ্যান্ড কনফেকশনারিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
দোকান মালিক আমজাদ হোসেনের অভিযোগের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫, সারাদিন দোকান খোলা রাখার পর রাত আনুমানিক ৮টার দিকে যথারীতি দোকান তালাবদ্ধ করে বাড়ি চলে যান।
পরদিন, ২৬ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে দোকানে এসে দেখতে পান, দোকানের পিছনের পূর্ব পাশে টিনের বেড়া কাটা এবং ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। দোকানের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত অনুসন্ধান শুরু করেন।
তিনি জানান, দোকান থেকে ৭০ পিস বিভিন্ন কোম্পানির সাবান (মূল্য আনুমানিক ৪,০০০ টাকা), ১৪০ প্যাকেট বাংলা সাবান (মূল্য আনুমানিক ১৪,০০০ টাকা), ৬ কেস স্প্রিড (প্রতি কেসে ২৪টি করে, মোট মূল্য ৩,৮০০ টাকা), ৮,০০০ টাকার বিভিন্ন প্রসাধনী পণ্য এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৬০,০০০ টাকা চুরি হয়েছে।
সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
চুরির ঘটনা জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিন্দা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বাজারে নিরাপত্তার ঘাটতি দীর্ঘদিনের। এ ধরনের চুরি আগেও ঘটেছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় দোকান মালিক আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।