বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি। কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট  হত্যাসহ একাধিক মামলায় আদালতে সাবেক এমপি মমতাজ বেগম শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান রূপগঞ্জে কোরবানীর পশুর পরিচর্চায় ব্যস্ত খামারি চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক নোয়াখালীতে পুরনো কবর ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব

কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট 

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে অস্বাভাবিক ভাবে বেড়েছে  চুরি ডাকাতি  ও ছিনতাইয়ের ঘটনা।  গত বুধবার মৌচাক ইউনিয়নের বরাব এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।  সারা উপজেলায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের  বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। গত মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরিহিত ৫/৬ জনের একদল ডাকাত তার বসতবাড়িতে হানা দেয়।  প্রথমে রাতে ওই বসতবাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাত দলের সদস্যরা। এসময় আবুল কালাম আজাদ ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত সদস্যরা। পরে তারা আড়াই ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা,  দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। ওই বাড়ীর লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়াও এলাকাবাসী আরো জানায়, উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রানহানির মতো ঘটনাও ঘটছে।ভুক্তভোগী আবুল কালাম বলেন, মুখোশ পরিহিত ডাকাত সদস্যরা বাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতর ঢুকে আমাদের  অস্ত্রের মুখে জিম্মি করে‌। পরে তারা টাকা ও  স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে চলে যায়।কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্ত তার আগেই ডাকাত দল পালিয়ে যায়।  তবে ডাকাত সদস্যদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

১০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত