মাওলানা মুহাম্মাদ আতিকুর রহমান, ফুলবাড়ি উপজেলা প্রতিনিধিঃ আজ ১৯ অক্টোবর ২৪ ইং রোজ শনিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মাওঃ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহঃ এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে জেলা সভাপতি আ ন ম আশিকুর রহমান এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাওঃ সামিউল ইসলাম ও প্রচার সম্পাদক মাওঃ মুহাম্মাদ আতিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা আব্দুল হক আজাদ, নায়েবে আমীর ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রধান বক্তা ছিলেন মুফতী মানসুর আহমাদ সাকী, সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব শাহজাহান মিয়া, উপদেষ্টা মাওঃ মোস্তাফিজুর রহমান, জেলা উপদেষ্টা মাওঃ হাবিবুল্লাহ বেলালী, ডাঃ আবুল কালাম আজাদ,
আমন্ত্রিত অতিথি ছিলেন জামিয়া এসহাকিয়া মাদরাসার মুহতামিম মাওঃ আবু বকর সিদ্দিক,কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, মাও মুহা নুর বখত, ফজলুল করিম রহঃ জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতী মুহাম্মাদ ইসরাফিল ।
এছাড়াও জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।