শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার রূপগঞ্জে মহাসড়ক বন্ধ করে গণধিকার পরিষদের সমাবেশের আয়োজন : ভোগান্তিতে দুরপাল্লার যাত্রীরা জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান । টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি গাইবান্ধায় ছাত্রনেতা জীম হত্যা চেষ্টা|| সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন

খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার।

 

জিসান কবিরাজ, মাল্টিমিডিয়া রিপোর্টার ( খুলনা )

খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে।

স্থানীয়রা জানায়, নগরীর লবণচরা শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলামের ভোর ৫টার দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময়ে তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাঁধা এবং মাথা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে রয়েছে। প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে যান।

লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি’র বিশেষ টিমকে অবগত করা হলে তারা কাজ করছেন। তবে যুবকের পরনে নীল রংয়ের জিন্স-প্যান্ট এবং সবুজ রংয়ের রয়েছে।

জিসান কবিরাজ
মাল্টিমিডিয়া রিপোর্টার (খুলনা)
তাং: ২৩/০৫/২০২৫
মোবা: ০১৩২১৯৬০৪৩৫

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত