বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

গণঅভ্যুত্থানের প্রেরণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিলখুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহত সদস্যরা ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রোকনুজ্জামান রোকন, সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভুরুঙ্গামারী উপজেলা। তিনি বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত ছাত্র রাজনীতি।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভুরুঙ্গামারী উপজেলা। তিনি জোর দিয়ে বলেন, “আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ লাবিব শাহরিয়ার সিয়াম, মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভুরুঙ্গামারী উপজেলা। তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান আমাদেরকে এক অভূতপূর্ব ঐক্য দেখিয়েছে। এই ঐক্য ধরে রেখে দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ—ইনকিলাব জিন্দাবাদ।”

সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ২নং শিলখুড়ী ইউনিয়ন শাখা। তিনি ২৪-এর আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের জন্য দোয়া করেন। তিনি স্মরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, যিনি ঢাকায় প্রথম কারফিউ ভেঙে রাজপথে নামেন।

তিনি আরও বলেন, “২৪-এর আন্দোলনে যেমন সবাই দল-মত নির্বিশেষে হাতে হাত রেখে আন্দোলন করেছে, তেমনভাবেই একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বক্তব্য রাখেন শিলখুড়ী ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মোঃ সোহানুর রহমান সোহাগ, সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ২নং শিলখুড়ী ইউনিয়ন শাখা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত