বিশ্বজিৎ চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত ত্রুটি ও অবহেলায় রিকি মণ্ডল নামে আড়াই মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি বৈদ্যর দিকে।
জানা গেছে, শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে জ্বর নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত শিশুটির লাশ হাসপাতালেই রাখা হয়েছে, পরিবারের পক্ষ থেকে এখনো বাড়িতে নেওয়া হয়নি।
মৃত শিশু রিকি মণ্ডল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের রথীন মণ্ডলের ছেলে। শিশুর বাবা-মায়ের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। তারা প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত সেবিকা তৃপ্তি বৈদ্য বলেন, “ডাক্তারের চিকিৎসাপত্র নিয়ে শিশুটি শিশু ওয়ার্ডে আসে। তখন তার শরীরে ১০৫ ডিগ্রি জ্বর ছিল এবং শরীর নীল হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে পানি দিয়ে স্পঞ্জ করানো হয়। শিশুটির ওষুধ আনতে আনতেই সে মারা যায়। এই ঘটনার জন্য আমাকে দায়ী করা হচ্ছে, তবে এতে আমার কোনো অবহেলা ছিল না।”