শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
বিশ্বজিৎ চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (১৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাক্সানা লাকী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনগুলোর ভিত্তিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে এ সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে তারা স্বনির্ভর হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন।