মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মেরী এলাকায় করতোয়া নদীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে। আজ বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম,এ এস আই জাহাঙ্গীর আলম সহ সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্য বৃন্দ এ অভিযান পরিচালনা কালে করতোয়া নদী থেকে অবৈধ ভাবে চর কেটে ট্রাক্টর যোগে বালু পরিবহনের সময় দুটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যায়।তবে অভিযানের সময় ট্রাক্টর চালক বা বালু কাটার সাথে জড়িতরা টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। এ অভিভানে দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে বলে জানা যায়। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন অবৈধ ভাবে বালু বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও মামলা দায়ের করে বেশ কিছু স্থানে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে ।