বুধবার, ২১ মে ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে জাকিরুল ইসলাম ও আইদুল নামের ২ হ্যাকার আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরন করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার এস,আই আবু তালেব ও এস,আই তাহসিনুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার জাকিরুল ও আইদুলকে গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে।
আটককৃত জাকিরুল উপজেলার বালুয়া বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে ও আটককৃত আইদুল ইসলাম একই এলাকার আব্দুলের ছেলে।
আটককৃতদের গোবিন্দগঞ্জ থানার ১১/০৪/২০২৫ ইং তারিখের জিআর ২৪নং মামলায় চালান দেয়া হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাদেরকে আটককরে জেল হাজতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সচেতন মহল বলেন,এলাকার হ্যকাররা গরীর দুঃখী মানুষের বয়স্তভাতা,বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাভোগীদের টাকা, এ্যাপস এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন।
তাই এসব চিহ্নিত হ্যাকারদের কঠিন শাস্তির আওতায় আনতে যৌথ বাহীনির অভিযানে সম্প্রতি দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানোর দাবী তাদের।