শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম,হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার,সেক্রেটারি আবুল কালাম আজাদ,পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমীর নুরন্নবী প্রধান,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আকরাম হোসেন রাজু,সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রাহেনুল ইসলাম জুয়েল, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, সহ-সভাপতি হারুন রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।