বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া, পদুয়া, সাতকানিয়া, ও কেরানিহাট রুটে ঈগল এবং শ্যামলী পরিবহন সরকার-নির্ধারিত ৮০ টাকার জায়গায় ২০০ টাকা আদায় করছে, যা অন্যায় এবং সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ।
আপনার উল্লেখ করা বিএসপি টিভির প্রতিবেদন এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, যা প্রশাসনের নজরে আনা জরুরি। যদি মালিকপক্ষ ও বাসচালকেরা অনৈতিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছে, তাহলে—
সরকারি সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন— বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো উচিত।
প্রতিবাদ ও প্রচার চালিয়ে যাওয়া দরকার— সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, এবং স্থানীয় আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরতে হবে।
প্রমাণ সংগ্রহ করুন— যাত্রীদের থেকে ভিডিও, রসিদ বা সাক্ষ্য নিলে প্রশাসনের ওপর চাপ তৈরি করা সহজ হবে।