হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৪৭৭মেট্রিক টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ১হাজার ৪৪১মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬টাকা ও প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯টাকা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় চিলমারী খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বাসক। আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আমজাদ হোসেন, বিএনপি নেতা সাহেব আলী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান, মিলার সহ-অধ্যাপক শামসুদ্দিন মিয়া, মজিবুর রহমান রঞ্জু, হেলাল মিয়া, ফজলুল হক, আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আগামী ৩১শে আগস্ট ধান ও চাল ক্রয়ের শেষ দিন বলে জানান।