বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম ও এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে।

পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবোরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে  ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে জড়ো হয় এবং প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস বলেন, প্রধান শিক্ষক বরাবর শ্লীলতাহানির একটি অভিযোগ দাখিল করেছে। আমি প্রধান শিক্ষককে এ বিষয়ে ডিটেলস্ জেনে লিখিত প্রতিবেদন আকারে আমার কাছে জমা দিতে বলেছি আগামীকাল সকাল ১১ টার মধ্যে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত