বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শাহীন আলম জানান, কিছুদিন আগে পরিবারসহ তারা সাভার তালবাগ কবরস্থান, হুসেন কমিশনার রোডে একটি বাসায় ভাড়া থাকছিলেন। ঘটনার দিন সকালে তার বাবা হাঁটাহাঁটি করার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, তার পিতা শারীরিকভাবে অসুস্থ ও স্মৃতিশক্তি হারিয়েছেন। যার ফলে তিনি নিজের নাম বা ঠিকানা স্পষ্টভাবে বলতে অক্ষম। আশঙ্কা করা হচ্ছে, পরিচয় জানাতে না পারায় কেউ তাঁকে শনাক্ত করতে পারছে না।
📍 ঠিকানা: সাভার তালবাগ কবরস্থান, হুসেন কমিশনার রোড
📞 মোবাইল: ০১৭৬০১৪৮৩২৬ / ০১৩১৭১৯৩১৪০
উনার সন্ধান পেলে উপরের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আপনার একটি সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একজন অসহায় পিতাকে তার পরিবারের কাছে।