বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঘটক শুক্কুরের জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। । উপজেলার জালালাবাদ ইউনিয়নে জমি দখল-বেদখল নিয়ে দু’পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন লোকজন।
অভিযোগে জানা যায়, জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক এলাকার মৃত ছৈয়দ আহমেদের ছেলে ঘটক আবদু শুক্কুরের পৈতৃক জমি জবর দখল করে ঈদের পর দিন স্থাপনা নির্মাণের চেষ্টা করে একই এলাকার কতিপয় ব্যক্তি। এতে আবদু শুক্কুর বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
আবদু শুক্কুর জানান, দীর্ঘদিন ধরে এরা আমাদের পৈতৃক সম্পত্তি জবর দখল করে ভোগ দখলে আছে। এখন বাড়ির পার্শ্বে জায়গাটিও দখলে নিতে চেষ্টা চালাচ্ছে। এরা প্রভাবশালী লোক। যে কোন সময় আমার জায়গায় স্থাপনা নির্মাণ করবে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগ আবদু রহিমের সাথে কথা হলে জবর দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, জায়গা- জমির বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালতই ফায়সালা করবে।
উক্ত এলাকার সেলিম, শাহজাহান, ওমর সহ অনেকে এ বিরোধের বিষয়টি নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করেছেন। স্থানীয়রা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।