বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে নবাবগঞ্জে মহান মে দিবস পালিত উত্তর তরঙ্গ সাহিত্য  পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ পূণর্মিলনি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা আদায় জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে মহান মে দিবস পালিত বেলকুচিতে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে পল্লি চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদরাসায় ছাত্রকে হত্যার অভিযোগ

জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে মহান মে দিবস পালিত

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকাল দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‌্যালিটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়,এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, শ্রমজীবী মানুষদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা।
শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত