মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে ২২৯২ পরিবার পেলো ভিডব্লিবি'র চাল। শনিবার ও রবিবার স্ব-স্ব ইউনিয়নে এই চাল বিতরণ অনুষ্ঠিত হয়।ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো.শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে উক্ত চাল বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.আশরাফুল আলম। এসময় সমবায় অফিসার রুকুনুজ্জামান,সদর ইউপি মেম্বার ও সাংবাদিক জাহিদুল হক মনির,রকিব বাদশা,জহুরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে ভিডব্লিবি'র কার্ডধারিদের ৬ মাস চাল প্রদান বন্ধ ছিলো। পরবর্তীতে বর্তমান সরকার উক্ত চাল প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়ায় উপজেলার ৭ টি ইউনিয়নের ২২৯২ জন
ভিডব্লিবি'র কার্ডধারিদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে ৬ মাসের বরাদ্দ থেকে ২ মাসের ৬০ কেজি করে চাল প্রদান করা হয়। ভিডব্লিবি'র কার্ডধারি পরিবারগুলো হচ্ছে,
ঝিনাইগাতী সদরে ৪৩০ জন,
কাংশা ইউনিয়নে ৪৩৫ জন,
নলকুড়া ইউনিয়নে ৩৫৩ জন,
ধানশাইল ইউনিয়নে ৩০৬ জন,
গৌরীপুর ইউনিয়নে ২৩০ জন,
হাতীবান্ধা ইউনিয়নে ২২৩ জন এবং মালিঝিকান্দা ইউনিয়নে ৩১৫ জন সহ মোট ২২৯২জন। উপজেলার ৭ টি ইউনিয়নের স্ব-স্ব চেয়ারম্যান,সচিব,ইউপি সদস্য ও ট্যাগ অফিসারগণ উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন। বাকি চালগুলো পরবর্তীতে প্রদান করা হবে বলেও জানান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.আশরাফুল আলম।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল এসব চাল বিতরণে সার্বিক খোঁজখবর নেয়া সহ সুষ্ট ভাবে চাল বিতরণ করায় সন্তুষ্ট প্রকাশ করেন কার্ডদারি গন।