শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি ভূরুঙ্গামারীতে হৃদয় ছোঁয়া ঘটনা কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার রূপগঞ্জে মহাসড়ক বন্ধ করে গণধিকার পরিষদের সমাবেশের আয়োজন : ভোগান্তিতে দুরপাল্লার যাত্রীরা জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান । টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি গাইবান্ধায় ছাত্রনেতা জীম হত্যা চেষ্টা|| সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি

 

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ তাহিরপুর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। স্থানীয় গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।

তিনি সুনামগঞ্জের তাহিরপুরে মতবিনিময় সভায় আরও বলেন ভ্রমণকারীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বৃহস্পতিবার (২২ মে) উপজেলা পরিষদের হলরুমে টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ ও সিলেট জোনের আয়োজনে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন,প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এই এলাকায় ভিড় করেন। হাওরে নিয়মিত টহল জোরদার,জরুরি সেবা চালু রাখা,তথ্যকেন্দ্র স্থাপন। পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে স্থানীয় প্রশাসন,টুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।

টুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল হাসেম,তাহিরপুর থানার ওসি( তদন্ত) মোহাম্মদ আব্দুল কাদের,জনপ্রতিনিধি,স্থানীয় পর্যটন ব্যবসায়ী,গাইড,নৌযান মালিক, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তাগন বলেন,দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়,জীববৈচিত্র্যের জন্যও অনন্য। বর্ষা মৌসুমে এই হাওর পর্যটন কেন্দ্র হিসেবে নতুন মাত্রা পায়,টেকসই পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করা হলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং এই এলাকার মানুষের ব্যবসা ও নৌ পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

সভা শেষে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর এলাকার পর্যটন ব্যবস্থাপনায় একাধিক সুপারিশ গৃহীত হয়। এর মধ্যে রয়েছে একটি সমন্বয় কমিটি গঠন,নৌযান গুলোর নাম্বারিং ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং,হাওরে প্লাস্টিক ও বর্জ্য অপসার, পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা এবং স্থানীয়দের প্রশিক্ষণ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত