বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং– পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া বঙ্গভিটা গ্রামে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত গফফর আলী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২১ মে ) বুধবার সকালে ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে বঙ্গভিটা গ্রামের গফফর আলীর সঙ্গে একই গ্রামের রহিম উদ্দিন ও হাসিনা বেগম,কালু , মামুন এর লোকজনের কথা কাটাকাটি হয়। তাঁর আগে ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বাক বিতণ্ডা বাঁধে। এর জেরে ২১ মে বুধবার সকালে কথা কাটাকাটি হয়লে গফফার আলীর , সঙ্গে রহিম উদ্দিন, হাসিনা বেগম, কালু, মামুন এর পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গফফার আলী গুরুত্বর আহত হন। এই বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে ২ পক্ষের লোকজনের সংঘর্ষের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।