বুধবার, ২১ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
সরকারের সেবার মান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন বলছে, সঠিকভাবে গ্রাম আদালত বাস্তবায়ন হলে কমে আসবে মামলার জটিলতা। মঙ্গলবার (২০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। প্রশিক্ষণে দেওয়ানী মামলায় ২০ টাকা এবং ফৌজদারিতে ১০ টাকায় ৭ থেকে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হয় বলে জানানো হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও, আউলিয়াপুর, শুখানপুকুরী, গড়েয়া, চিলারং, রহিমানপুর ইউনিয়নের প্রতিনিধিদের গ্রাম আদালত গঠন, ফৌজদারি ও দেওয়ানী মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত বাস্তবায়ন হলে মামলার জটিলতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।